Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬:  41২০১৫ সালের তুলনায় এ বছর জনশক্তি রফতানি ৩৫ ভাগ বাড়লে রেমিটেন্স প্রবাহের হার ১১ শতাংশ কমেছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ড. তাসনিম সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ বছরের নভেম্বর পর্যন্ত ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত বছর এসেছিল ১৫.৩১ বিলিয়ন মার্কিন ডলার।
তাসমিন সিদ্দিকী বলেন, ‘রেমিটেন্স কমার কারণ দেশের মুদ্রার অবমূল্যায়ন। এটা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোকে নিরুৎসাহিত করেছে।’
তিনি বলেন, ‘২০১৫ সালের তুলনায় এ বছর জনশক্তি রফতানি বেড়েছে ৩৫ শতাংশ। এ বছর ৭ লাখ ৫০ হাজার শ্রমিককে বিদেশে পাঠানো হয়েছে।’
তাসনিম সিদ্দিকী বলেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার ২৪৯ জন বাংলাদেশি নাগরিক চাকরি নিয়ে বিদেশে গেছে।
তিনি বলেন, ‘এদের অধিকাংশই গেছে উপসাগরীয় দেশগুলোতে। অনেকে গেছে মধ্যপ্রাচ্যের দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে।’
আরএমএমআরইউ-এর বিবৃতিতে বলা হয়, এ বছর ১ লাখ ৮ হাজার ৭৬৯ নারী চাকরি নিয়ে বিদেশে গেছে। এটা গত বছরের তুলনায় ১৬ ভাগ বেশি।
জনশক্তি ব্যুরোর তথ্য অনুযায়ী ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি লোক চাকরি নিয়ে বিদেশে গেছে।
তিনি বলেন, দেশে মোট ১ হাজার ৩৮টি রিক্রুটিং এজেন্সি বৈধ লাইসেন্স নিয়ে কাজ করছে। যার মধ্যে ২৯৭টি এজেন্সি শুধু নারী শ্রমিক পাঠায়।
তাসনিম সিদ্দিকী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তাদের ৫৫টি শাখার মাধ্যমে ৫ হাজার ২১২ জনকে ৫৪ কোটি ৮৫ লাখ টাকা ঋণ দিয়েছে।
তিনি বলেন, বিদেশে চাকরির জন্য ১ লাখ ২১ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে সরকারিভাবে।