খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: ঢাকায় স্থাপিত হতে যাচ্ছে এক হাজার শয্যার অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল। চীনের আর্থিক সহায়তায় এ হাসপাতাল নির্মাণ করা হবে।
সচিবালয়ে বুধবার চীনের সঙ্গে এ সংক্রান্ত একটি এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এবং চীনের পক্ষে দেশটির সরকারি প্রতিষ্ঠান সিআরসিসিআই’র বাংলাদেশ প্রতিনিধি ইয়াং ঝি এতে স্বাক্ষর করেন।
এর মধ্য দিয়ে এই হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চীন সফরকালে সেদেশের সরকার ও শিল্পোদ্যাক্তাদের প্রতি বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনে সহায়তার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তারই ধারাবাহিকতায় চীনের প্রতিনিধি দল অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল স্থাপনে সমীক্ষা চালাতে ঢাকায় আসে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও সিআরসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।