খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা ২৯ ডিসেম্বর ২০১৬ এক যৌথ বিবৃতিতে ৩০ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সারাদেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধানের জন্য। বর্তমানে তিনি মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং বিএনপি’র প্রয়াত স্থায়ী কমিটি’র সদস্য আ স ম হান্নান শাহর স্ত্রী নাহিদ হান্নানের সুস্থতাও কামনা করেছেন নেতৃবৃদন্দ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।