Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: 4২০১৬ সালের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। ঘোষিত টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর রহমানের সেরা একাদশে জায়গা পাওয়া অনুমিতই ছিল। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়া এ ক্রিকেটার এ বছর ৮ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুস্তাফিজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৩ ম্যাচে নিয়েছিলেন মাত্র ৯ উইকেট। ক্রিকইনফোর সের একাদশে জায়গা হওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ও টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়েছিল মুস্তাফিজের।
ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ অফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ : আজহার আলী (পাকিস্তান), ক্রেইগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো(ইংল্যান্ড), বেন স্ট্রোকস(ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ(শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক(অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বেন স্ট্রোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), জস হ্যাজেলউইড(অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত)।