Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: 16নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন ২০১১ সালে ক্ষমতায় বসার পর থেকে এখন পর্যন্ত ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এর মধ্যে ১৪০ জনই দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নেতা।
নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই তিনি এ কাজ করেছেন। দক্ষিণ কোরিয়ার থিংক ট্যাংক দ্য ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বৃহস্পতিবার ‘কিম জংয়ের ক্ষমতার ৫ বছরে অপশাসন’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে।
তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এসব তথ্যের সত্যতা যাচাই করা যায়নি।
র‌্যান্ড কর্পোরেশনের সিনিয়র প্রতিরক্ষা বিশ্লেষক ব্র“স বেনেট সিএনএনকে বলেন, কিম জং ২০১১ সাল থেকে চরম বর্বরতা ও নির্মমতা দেখাচ্ছেন। সিএনএন।