খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের আত্মঘাতি হামলাকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশ থেকে জঙ্গি নির্মুল করতে হলে আইনশৃংখলা বাহিনীর সাথে সাধারন মানুষেরও এগিয়ে আসতে হবে। নতুন করে যাতে কেউ এই জঙ্গি তৎপরতায় জড়িত হতে না পারে সে জন্য প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, ইংরেজী নববর্ষে রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে বিশেষ নিরাপত্ত্বা ব্যাবস্থা নেয়া হয়েছে। এর আগে তিনি ময়মনসিংহ পুলিশ সুকপার কার্যালয়ে সিসি ক্যামেরা নেটয়োর্ক ও মিডিয়া সেন্টার উদ্বোধন করেন ও এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয় অপরাধ নিয়ন্ত্রনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৬৫ কিলোমিটার এবং শহর জুড়ে গুরুত্বর্পূন স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং অত্যাধনুকি প্রযুক্তির সমন্বয়ে সিসি টিভি কন্ট্রোলরুম করা হয়েছে।