Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: 48জাতির সামনে কোনো সংকট নেই, বরং বিএনপির মধ্যে মহাসংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

‘জাতি আজকে গভীর সংকটে’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন মন্তব্যে জবাবে তিনি বলেন, ‘জাতির সামনে কোনো সংকট নেই, সংকট বিএনপি’র মধ্যে সৃষ্টি হয়েছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদের প্রতি প্রশ্ন রেখে তিনি আরো বলেন, ‘দেশ আজকে কিসের সংকটে। দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আসলে সংকট বিএনপি’র মধ্যে সৃষ্টি হয়েছে।’
হানিফ বলেন, ‘বিএনপি ভুল সিদ্ধান্তের কারণে, হঠকারিতার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সংকট তাদের রাজনীতির মধ্যে, নেতৃত্বে সংকট, কর্মসূচিতে সংকট সৃষ্টি হয়েছে।’
হানিফ আরো বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছিলো। কারণ তারা নির্বাচনে অংশ না নিয়ে তৃতীয় শক্তিকে আনতে চেয়েছিলো।’
জনগণের ম্যান্ডেডের ওপর বিএনপি’র কোনো শ্রদ্ধা নেই উল্লেখ করে হানিফ বলেন, ‘তারা সব সময় ষড়যন্ত্রের পথে, অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চায়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করেছিলো। কোনো নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র করে। নারায়ণ নির্বাচনের আগে বিএনপি নেতাদের নাটক দেখলাম। বিগত নির্বাচনে বিএনপি প্রার্থী তৈমুর আলমকে কোরবানি দেয়া হয়েছিলো। এবারও দল থেকে তাকে মনোনয়ন দিতে চাইলে তিনি নেননি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলে, আমরা ১৬ ডিসেম্বর বিজয় লাভ করেছিলাম ঠিকই, কিন্তু বিজয়ের পূর্ণতা লাভ করেছিলাম ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় প্রত্যাবর্তন করলে।প্রতিবার অত্যন্ত গুরুত্বে সঙ্গে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। এবার এই দিনটিকে স্মরণীয় করার জন্য নেতাকর্মীদের জনসভায় অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।’
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করার লক্ষ্যে যৌথ সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ ও সহ-সভাপতি হুমায়ূন কবির।