খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: সুনামগঞ্জের শাল্লা উপজেলার পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষেও ঘঁটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল হাসান (৩৫)। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আটগাও ইউনিয়নের সোনাখানী গ্রামের মতি মিয়া ও মুজিবুর রহমানের লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘঁটনা ঘটে। এতে আবুল হাসানকে গুরুতর আহতবস্থায় সিলেট এমএজি ওসামনী হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ বজলার রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট হাসপাতালে আবুল হাসান নামে একজনের মৃত্যু হয়েছে।