Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬:সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউন বাজারে প্রাইভেট কার পোড়ানোর অভিযোগ থানায় দিলেও ১০ দিনে মামলা নেয়নি পুলিশ। তুচ্ছ ঘটনার জের ধরে রাতের আধারে আব্দুল মান্নান সিদ্দিকের প্রায় ১৬ লক্ষ টাকার টয়োটা করলা গাড়িটি পুড়িয়ে দেয় দুর্বিত্তরা। তিন জনকে আসামি করে আব্দুল মান্নন লিখিতভাবে থানায় অভিযোগ করেন।

আব্দুল মান্নান সিদ্দিক জানান, কয়রাখোলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ইসলাম (২৫) সনিয়া নামক এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। উপজেলার চান্দেরচরে হাতে নাতে ধরে এলাকাবাসী তাদের বিয়ে করিয়ে দেয়। গ্রামে আসার পর থেকে মেয়েটির উপর অমানবিক নির্যাতন করে আসছিল ইসলামের পরিবার। আমি তার প্রতিবাদ করায় এবং আমার বড় ভাইয়ের ছেলে নজরুলের সাথে মেয়েটির ছবি তুলে দিলে ১ লক্ষ টাকা দেবে ইসলামের বড় ভাই আকবর তাই সামাজিক ভাবে মসজিদ কমিটির কাছে বিচার চাওয়ায় ৩ দিন পর গত ২১ ডিসেম্বর আমার গাড়িটি পুড়িয়ে দেয় তারা। বার বার ওসি সাহেবের সাথে যোগাযোগ করছি ৯দিন হলো এখানো মামলা হয়নি।

মসজিদ কমিটির সদস্য আব্দুল জব্বার ও স্থানীরা জানান, মেয়েটি নির্যাতিত এ নিয়ে আদালতে মেয়েটি বাদী হযে মামলা করেছে। পরে ছবি তোলার ঘটনায় মসজিদ কমিটির কাছে বিচার চেয়েিেছল মান্নান মাস্টার। তবে রাতের অন্ধকারে কারা গাড়ি পুড়িয়েছে এটা জানা নাই।

অভিযুক্ত মনির জানান, এ ঘটনা সত্য নয়। মসজিদ কি বিচারের জায়গা না কি। আমরা গাড়ি পুড়িনি। আমি ঘটনার দিন ঢাকায় ছিলাম।

সিরাজদিখান থানার ওসি ইয়াদৌস হাসান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, তদন্ত শেষে মামলা হবে।