খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬:নোয়াখালী জেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে দুই প্রতিদ্বনদ্ধীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, চরমটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া সহ অন্তত ১০জন আহত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার বিকালে পূর্ব নির্ধারিত সময়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ।
সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। বিশেষ অতিথি হিসেবে বিএনপি যুগ্ম মহা সচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, জালাল উদ্দিন মজুমদার ও শামীমা বরকত লাকীর বক্তব্য শেষে সম্মেলনের সভাপতি মো.শাহজাহান বক্তব্য রাখেন।
মো. শাহজাহানের বক্তব্য চলাকালীন শুরু হয় দু’গ্রুপের সংঘর্ষ। এসময় সংঘষকারীরা শিল্পকলা একাডেমির বাহিরে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে সম্মেলন স্থলে চেয়ার-টেবিল ভাংচুর করে। সংঘর্ষে শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, চরমটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া সহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে সম্মেলন পন্ড হয়ে যায়।
পরে নোয়াখালী আইনজীবি ভবনের হলরুমে এক প্রেসবিফিং করে সম্মেলনের নেতা নির্বাচন স্থগিত করেন।