খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে ১৫লাখ টাকা মূল্যের ৪৫০ পিস ভারতীয় নোকিয়া মোবাইল সেট আটক করেছে বিজিবি। তবে কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, স্থলবন্দর বেনাপোল গাতিপাড়া সীমান্ত দিয়ে শনিবার সকালে চোরাকারবারীরা বিপুল পরিমান মোবাইলের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে মালামাল রেখে পালিয়ে যায় তারা। পরিত্যাক্ত অবস্থায় মোবাইলের চালান জব্দ করে টহলরত বিজিবি সদস্যরা।
আটক মোবাইলের চালান বেনাপোল কাষ্টমে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।