খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: মুন্সীগঞ্জে অসহায়, দরিদ্র ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ কম্বল বিতরণ করেছে ‘একই বৃত্তে পঁচিশ’ নামের একটি সংগঠন। শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন পৌরমার্কেট এর তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল আহাদের সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জ্বল, আইনজীবী ও সাংবাদিক মু.আবুসাঈদ সোহান, সাপ্তাহিক বাংলার সাথী পত্রিকার সম্পাদক আবু হানিফ রানা, একই বৃত্তে পঁচিশ এর সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন, কোষাধ্যক্ষ সালাম হাজারী, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, আবু হাসান বাবু, মামুন, জাহিদ উল আজিম, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর বিন সুহৃদ।
উল্লেখ্য, একই বৃত্তে পঁচিশ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জেলার গরীব, দু:স্থ, অসহায় দরিদ্র ও এতিমদের মাঝে কোরবানীর মাংস, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, রিক্সা, নতুন জামা কাপড়, কম্বল বিতরণ করে থাবে। এছাড়া অস্বচ্ছল পরিবারের অবিবাহিত মেয়েদের বিবাহের খরচ বহন ও অসহায় রোগীদের চিকিৎসা খরচও বহন করে থাকে।