Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬:  23স্থলবন্দর বেনাপোল বাইপাস সড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চঞ্চল নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২যুবক। এসময় বাইপাস সড়কে বিট নির্মানের দাবীতে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা-
পুলিশ ও স্থানীয়রা জানান,শনিবার দুুপুরে বেনাপোল ছোট আচড়া এলাকা থেকে তিন মটর সাইকেল আরোহী দ্রুতগতিতে বন্দর বাইপাস সড়ক দিয়ে কাগজপুকুর এলাকায় যাচ্ছিল। ছোট আচড়া প্রাইমারী স্কুলের সামনে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায় তারা। গুরুতর আহত হয়-বারপোতা গ্রামের সহিদুল ইসলামের ছেলে বর্তমানে ছোট আচড়া গ্রামে বসবাসরত-চঞ্চল(২৮)। একই গ্রামের সাবের আলীর ছেলে সোহেল রানা ও আফতাব হোসেনের ছেলে আমিনুর রহমান। স্থানীয়রা ও ফায়ার কর্মিরা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। চঞ্চল পতিমধ্যে মারা যায় বলে জানান হাসপাতালের ডাক্তার আমিনুর রহমান ও ফায়ার ষ্টেশন মাষ্টার কওসার আলী।
তবে দীর্ঘ দেড় ঘন্টাপর পৃুলিশ ঘটনাস্থলে পৌছায় বলে জানান স্থাণীয়রা-