খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৮৩ হাজার ৫শত টাকা মূল্যের ১৮৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করা হয়েছে। শনিবার ভোররাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের লাউরেরগড় বিওপি’র নায়েব সুবেদার মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মোকছেদপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১৮৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। যার বর্তমান মূল্য ২ লাখ ৮৩ হাজার ৫ শত টাকা। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে এ সময় চোরাকারবারীরা মদগুলো রেখে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ আটক করে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।