খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: কুড়িগ্রামের রৌমারীতে অপহরণ, হত্যা, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপসহ একাধিক মামলার আসামী আজাদ ওরফে খুনী আজাদ(৩৫)কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার কর্ত্তিমারী বাজারে গণধোলাইয়ের স্বীকার হয় খুনী আজাদ। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে।
রৌমারী থানার ওসি (তদন্ত) রুহানী পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, আজাদের বিরুদ্ধে রৌমারী থানায় মুক্তিযোদ্ধার ছেলে শাখাওয়াত হোসেন হত্যাসহ ৪টি ও জামালপুর জেলার দেওয়াঞ্জ থানায় একটিসহ মোট ৫টি মামলা রয়েছে। এ ছাড়াও সম্প্রতি এলাকায় পরপর বেশ কয়েকটি হত্যাকান্ডে তার স্বক্রিয় অংশ গ্রহণ থাকতে পারে। এ জন্য আটকাদেশসহ রিমান্ড আবেদন করা হবে। আজাদকে প্রাথমিক চিকিৎসা শেষে কুড়িগ্রাম জেল হাজেতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।