Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬:  54 মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনা করে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে শেষ হলো ৩ দিনের বিশ্ব ইজতেমার আঞ্চলিক আয়োজন। শেষ দিনেও ইজতেমায় লাখ লাখ মুসমানের দল, মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানে ঢল নামে। আখেরী মুনাজাতে অংশ নিতে ভোর থেকে হাটহাজারী চারিয়া ইউনিয়নে আগত ইজতেমায় মানুষের ঢলের কারনে সকাল থেকে হাটহাজারী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার ভোর থেকে বিভিন্ন ইসলামী চিন্তাবিধদের বয়ান শুরু হয়। বয়ান শেষে বেলা ১২টা ১৭ মিনিটে আখেরী মুনাজাত শুরু হয়। লাখ লাখ মুসল্লির মাঝে আখেরী মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশের দাওয়াতে তাবলীগ প্রধান ও ঢাকা কাকরাইল মসজিদের খতিব আল্লামা জুবায়ের আহমেদ।

চট্টগ্রামের হাটহাজারীতে এ বছর প্রথম বারের মত ২৯ ডিসেম্বর শুরু হয় ৩ দিনের বিশ্ব ইজতেমার আঞ্চলিক এ ধমীয় সমাবেশ। গতকাল জুমার নামাজে ১০ থেকে ১২ লাখ লোকের সমাবেশ ঘটলেও আজ সমাপনী দিনে অন্তত ১৪ থেকে ১৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছে বলে ধারণা করেন আয়োজকরা।

ইজতেমায় দেশের বিভিন্ন জেলা উপজেলা ছাড়াও ভারত, চীন, কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, জর্দান, মিশর, কুয়েত ও দুবাই সহ বিভিন্ন দেশের শতাধিক বিদেশি মেহমানও ইজতেমায় অংশগ্রহণ করেছেন বলে জানান বিশ্ব ইজতেমা কমিটির সদস্যরা।

চট্টগ্রামম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ৩ দিনের ইজতেমায় কোন ধরণের নিরাপত্তার ক্রুটি ঘটেনি। আঞ্চলিক ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ৩ দিন ধরে ট্রাফিক, গোয়েন্দা ও সাদা পোশাকে ১৪০০ পুলিশ মোতায়েন ছিল ।