Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬:  64মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহাট্রায় প্রস্তাবিত বিক্রমপুর রহমানিয়া জামে উল উলুম সুন্নীয়া আলিয়া মাদ্রাসার ময়দানে আড়িয়ল আঞ্চলিক শাখার উদ্যেগে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) এর ওয়াজ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবারে অনুষ্ঠিত মাহইফলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক হযরত মাওলানা আলহ্জ্বা শাহ্ মোহাম্মদ আহ্ছানুাজ্জামান ( মাঃ জিঃ আঃ বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের মহা পরিচালক আলহাজ্ব শামীম মোহাম্মদ আফজাল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ পুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার উপাদক্ষ হযরত মাঃ মুফতি আবুল কাশেম ফজলুল হক, বিশেষ বক্তা নারায়ণগঞ্জ জেলা সুন্নী ওলামা ও ইমাম পরিষদের সভাপতি মুফতি আলী আকবর আল কাদেরী, ও মাওলানা খাজা ওসমান হারুনী আল কাদেরী নুরে বাংলা বিক্রম পুরী, মুফতি খোরশেদ অঅলম কাদেরী,অন্যান্য সুন্নী ওলামায়ে কেরামগন।এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়নণ পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ দ্বীন ইসলাম শেখ,ধীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আক্তার হোসেন মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।