খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে মুহাম্মদ শফিকুর রহমান ৬৭২ ভোট পেয়ে সভাপতি এবং ফরিদা ইয়াসমিন ৪৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ফল ঘোষণা করেন।
শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ১৭টি পদে ৫২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ হাজার ২১৮ জন ভোটারের মধ্যে ১০৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।