Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭: 75নিউজিল্যান্ড সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। নেলসনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুর দিকে ব্যাটসম্যানরা ভালো সুযোগ তৈরি করেছিল। তবে শেষ দিকে ব্যাটসম্যানরা ছন্দে না থাকায় ওয়ানডে হতাশ হতে হয় টাইগারদের। তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের সঙ্গে আলাদা মিটিং করলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ইধনঁ-ঠধরসিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রান করতে গিয়ে খুব ভালো শুরু না হলেও দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস আর সাব্বির রহমান রুম্মনের হাত ধরে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকা। ৩০ রানে প্রথম উইকেট হারানোর পরও একপর্যায়ে স্কোর ছিল এক উইকেটে ১০৫।
ঠিক সেখান থেকে ছন্দপতন। মিডল অর্ডার ভেঙে পড়লো তাসের ঘরের মতো। ১৮৪-তে অলআউট। ইমরুল ৫৯। আর সাব্বির ৩৮। তারপর ব্যর্থতার মিছিল। মাহমুদউল্লাহ রিয়াদ (১), সাকিব আল হাসান (৭), মোসাদ্দেক হোসেন সৈকত (৩) ও তানবির হায়দার (২) ফিরে গেলেন অল্প সময় ও নামমাত্র সংগ্রহে।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথম ব্যাটিংয়ে নামার পর প্রথম উইকেটে উঠলো ১০২ রান। তা-ও মাত্র ২১.২ ওভারে। ওভার পিছু প্রায় ৫। ৫০ ওভারের ম্যাচে আদর্শ সূচনা। ওয়ানডে ফরম্যাটে এতো ভালো, সুন্দর ও সাবলীল শুরু খুব কমই দেখা যায়। এমন উড়ন্ত সূচনার পর খুব খারাপ হলেও রান আড়াইশো পার হয়ে পৌনে তিনশোর আশাপাশে থাকার কথা। সেখানে বাংলাদেশ থামলো ২৩৬ রানে।
ওয়ানডের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে হলে ব্যাটসম্যানদের জ্বলে ওঠার কোন বিকল্প নেই। তাই ব্যাটসম্যানদের দিকে আলাদা করেই নজর রাখছেন টাইগার কোচ।