Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: সারাদেশের ন্যায় ১ জানুয়ারী গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় চকরিয়া উপজেলায় তিনশত সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় বই বিতরণ উৎসব। উপজেলার চকরিয়া কোরক বিদ্যাপীঠে এ উৎসবের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স) এম এ। বই বিতরণ উৎসব উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাহেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুব উল করিম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খাঁন, কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার বাবু রতন বিশ্বাস, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, কোরক বিদ্যাপীঠের পরিচালনা কমিটির সদস্য হাসানগীর হোছাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসব অনুষ্ঠান পরিচালনা করেন কোরক বিদ্যাপীঠে সিনিয়র সহকারী শিক্ষক ফজলুল কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনা সরকারের মুল উদ্দেশ্য হলো বাংলাদেশকে শতভাগ শিক্ষার মাধ্যমে নিরক্ষতার অভিশাপমুক্ত করা। তাই দেশ পরিচালনায় আসার পর থেকে সরকার শিক্ষাখাতকে এগিয়ে নিতে নিরলশভাবে কাজ করছেন। ইতোমধ্যে সরকার নানামুখী প্রদক্ষেপ এবং সুষ্ঠ মনিটরিংয়ের কারনে শিক্ষা ব্যবস্থার মান্নোয়নে সফলও হয়েছেন।

তিনি বলেন, বছরের প্রথমদিন সারাদেশে একযোগে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে সরকার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। যা অতীতের কোন সরকার করতে পারেনি। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী ও লেখাপড়া নিশ্চিত করতে উপবৃত্তি চালু করেছে। দৃঢ়তার সাথে বলতে পারি এ সরকার নতুন প্রজন্মকে মেধাবী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

দিনের শুরুতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা পৌরসভার পালাকাটা উচ্চ বিদ্যালয়, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও বিকালে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করেন।