খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: ভোলার সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে দুইটি শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ মোঃ জাকির হোসেন (২৩) ও শাহাবুদ্দিন (২০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর মেদুয়া নামক নামক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, মৃত আব্দুর রহিম কবিরাজের ছেলে মোঃ জাকির হোসেন ও আব্দুর রশিদের ছেলে শাহাবুদ্দিন। তাদের সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর মেদুয়া নামক এলাকার বাসিন্দা।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিম, এসআই মোক্তার, এসআই সামসুদ্দিন, এসআই সামসুল হক, এসআই বশির, এএসআই আবু সাঈদসহ একটি পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের ২টি শুটারগান দুই রাউন্ডগুলিসহ আটক করেছে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা করা হয়েছে।