খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে শোক ও তার প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সুপ্রিম কোর্টের দুটি বিভাগ ছুটি ঘোষণা করা হয়েছে।বজলুর রহমানের নামাজে জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সোমবার ছুটি ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিচারপতি বজলুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, আইনমন্ত্রী, আইনসচিব, সপ্রিম কোর্ট বারের সভাপতি, সকল স্তরের আইনজীবি ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জানাজার পর মরহুমের মরদেহ তার নিজ বাড়ি চাপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হবে।
রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি বজলুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।