খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই কর্মসুচির আয়োজন করে। সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আকরাম হোসেন। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. রশিদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌসি জাহান প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।