Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭:

Bangladesh’s Mashrafe Mortaza celebrates after taking a wicket during their Cricket World Cup Pool A match against Afghanistan in Canberra, Australia, Wednesday, Feb. 18, 2015. (AP Photo/Rob Griffith)

ওয়ানডে সিরিজে হারলেও, টি-২০ সিরিজে ভালো করতে মরিয়া মাশরাফি। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ছোট ফরম্যাটে বাংলাদেশের ভালো কোনো রেকর্ড নেই। এখন পর্যন্ত ৪ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চার ম্যাচের সবক’টিতেই জিতেছে কিউইরা। তবে এসব রেকর্ডে মাথা না ঘামিয়ে টি-২০ সিরিজে ভালো করাই মাশরাফির লক্ষ্য।

আগামীকাল শুরু হবে টি-২০ সিরিজ।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিংটা যাও একটু হয়েছিল কিন্তু পরের দুই ওয়ানডেতে যাচ্ছেতাই পর্যায়ে চলে যায়। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি না সেটাই দেখার বিষয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টি২০ তে জয়ের জন্য মাশরাফি তার নিজের একাদশ ঘোষণা করেছেন।
মাশরাফি একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।
উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে নেপিয়ারে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মাশরাফিরা।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি হবে ৬ ও ৮ জানুয়ারি। বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচ দুটি শুরু হবে।