Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: 73সোমবার বিকেলে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়েছে আয়োজক দেশের মেয়েরা।এই নিয়ে টানা চতুর্থবার সাফের ফাইনালে উঠল আগের তিন আসরের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে আগের তিন আসরের রানার্স আপ নেপাল এইবার প্রথম ফাইনালে উঠতে ব্যর্থ হলো।
ভারত-নেপাল ম্যাচের প্রথমার্ধে গোল হয়েছে মাত্র একটি। ৪৪ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন কমলা দেবী। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে স্বাগতিকদের লিড দ্বিগুণ করেন ইন্দুমাতি।৭৫ মিনিটে নেপালের হয়ে গোল করে ব্যবধান কমান সাবিত্রা বান্দারি। তবে ৮৩ মিনিটে সাসমিতার গোলে ৩-১ ব্যবধানের জয়ে সেমিফাইনালে উঠে যায় ভারত।

আজ সোমবার একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপকে হারাতে পারলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠে যাবে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ড্র করা বাংলাদেশ।