খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। সাত ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি; এতে মার্কেটের কয়েকশ’ দোকান পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় দ্বিতল ওই ভবনের একাংশ ধসে পড়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সোমবার রাত আড়াইটা থেকে আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও কতক্ষণে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।
ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।