Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে পাখি শিকারের জাল সহ পাখি উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর সহায়তায় বিজিবিকে সাথে নিয়ে হাইল হাওরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ফুট পাখি শিকারের জাল ও ১৩টি পাখি উদ্বার করে।বৌলাশীর, ভুনবীর, পশ্চিম ভাড়াউড়া অংশ ও বাইক্কা বিল, লালের ডোবা, চন্ডিবিল এলাকা গুলোতে অভিযান পরিচালনা করে প্রায় ১৫০ টুকরা পাখি শিকারের জাল আটক করা হয় ও ১৫টি অতিথি পাখি জালে আটকবস্থায় পাওয়া যায়।

অভিযানে অংশ নেন সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের নেতৃত্বে একদল বন প্রহরী, শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির নায়েক সুবেদার মো. সুফিয়ান এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।এ ব্যাপারে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শীত এলেই হাইল হাওরে পাখি শিকারে মেতে উঠে এক শ্রেণীর অসাধু পাখি শিকারীদল। এই অসাধু পাখি শিকারী অতিথি পাখি গুলো বাজারে বিক্রি করে। প্রতি বছরই হাওরে অভিযান পরিচালনা করলেও কমছে না এর অসাধু পাখি শিকারী প্রভাব। প্রতি বছরই শিকারীদের হাতে মারা পড়ছে হাজার হাজার দেশি বিদেশী অতিথি পাখি। অভিযান টিম পাখি গুলোকে উদ্বার করে হাইল হাওরেই অতিথি পাখি অবমুক্ত করা হয়। আটক কৃত জাল শ্রীমঙ্গল বন অফিসের ক্যাম্পাসে পুড়ানো হয়।