খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭: নড়াইলের লোহাগড়ার নির্যাতিত ববিতা খানম(২২) কে এবার পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।মিশনে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা খড়ের পালায় আগুন দিয়ে পালিয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে কাশিপৃর ইউনিয়নের এড়েন্দা গ্রামস্থ ববিতার বাড়িতে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। নির্যাতনের ঘটনার মামলার আসামী আজিজুর রহমান আরজুর জামিনে বিরোধীতা করায় আরজুর লোকজন ববিতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালের ৩০ এপ্রিল লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে ববিতা খানমকে তার স্বামী শফিকুল ইসলাম, হাসান শেখ, ছালাম শেখ, জিরিন আক্তার, কালাম শেখ, আজিজুর রহমান আরজু, নান্নু শেখ যৌতুকের টাকা না দেওয়ায় গাছে ঝুঁলিয়ে বেদম মারপিট করে ববিতাকে। ওই ঘটনায় উল্লেখিতদের নামে লোহাগড়া থানায় ২০১৫ সালের ৫ মে ববিতার মা খাদিজা বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-০৭। ওই মামলার আসামী আজিজুর রহমান আরজু গতবছর ২৬ ডিসেম্বর ওই এলাকার চন্ঠে ও রিপন নামে দুজনকে মারপিট করার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। চন্ঠে ও রিপন কে মারপিটের মামলায় চলতি বছর ১ জানুয়ারি আদালতে জামিন প্রার্থনা করলে নির্যাতিত ববিতা (তাকে নির্যাতনকারী) আজিজুর রহমান আরজুর জামিনে বিরোধীতা করেন। আদালত জামিন নামঞ্জুর করে আজিজুর রহমান আরজু কে জেল হাজতে প্রেরণ করে। ববিতা ও তার মা খাদিজা অভিযোগ করেন, জামিনে বিরোধীতা করায় আরজুর নির্দেশে তার লোকজন সোমবার রাত ১২ টারদিকে আমাদের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে বড় ধরনের ক্ষতি করবার চেষ্টা করে। পেট্রোলের গন্ধ ও ঘরের পেছনে লোকজনের উপস্থিতি টের পেয়ে বাহিরে বের হয়ে এসে চিৎকার করলে এলাকার হিটলার, কাফি, উজ্বল, সুজন, ইকরাম, কবির, পিকুল সহ অজ্ঞাতরা আমাদের উত্তর ঘরের পেছনে থাকা খড়েরপালায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ববিতা আরো বলেন, আগামী ১০ জানুয়ারি আমাকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরার দিনপড়েছে আদালতে। তাই আসামী ও তাদের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। ববিতার ভাবি জলি বেগম বলেন, ববিতাকে নির্যাতনে ঘটনার পর আসামী ও তাদের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিয়েছিল। মামলা না তুললে তারা বাড়ি আগুন দিয়ে ধরিয়ে দেবারও হুমকি দিয়েছিল। ববিতার ভাই হাদিউর বলেন, দুর্বৃত্তরা আমাদের তিনটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা ববিতাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। খবর পাওয়ার পর কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ঘটনাস্থলে ছুটে যান। লোহাগড়া থানার এসআই প্রবীর জানান, ঘটনাস্থল গিয়ে দেখি এলাকার লোকজন আগুন নেভাচ্ছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।