খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭: ফেনীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী ও একালাকাবাসী।মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, সোনাগাজী পৌর মেয়র এড.রফিকুল ইসলাম খোকন, মঙ্গলকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরতে খোদা মো, ইসহাক, চরদরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা নদীভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে ফেনী-৩ আসনের সংসদ সদস্য রহিম উল্লাহ এ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত বলে অভিযোগ করেন।পরে ফেনী জেলা প্রশাসক মো: আমিন উল আহসানের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।