Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭:  16 সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নে মনোহরপুর গ্রামে জলমহালে দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফখর উদ্দিন নামের এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে নিহত ও ১৫ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ৬ মহিলাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মনফর আলী (৭৫),সাদেক আলী (৬০), সিদ্দেক আলী (৫৩), জাহানারা খাতুন (৪০), ছমিরুনন্নেচ্ছা (৩৫),হাবিবুননেছা (৩৭),জাহানারা খাতুন(৫০), মনোয়ারা বেগম (৬০) এছাড়া জড়িতদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, মনোহরপুর গ্রামের মসজিদের আওতাধীন পুকলপোড়া জলমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুস সোবাহান ও গিয়াস উদ্দিনের লোকজনের মধ্যে বিবাদ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলে আসছে।
মঙ্গলবার ভোররাতে উভয় গ্রপ দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে জলমহালে মাছ ধরতে যায়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে ফখর উদ্দিন মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদরহাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের চাচাতো ভাই আরজদ আলী জানায়, তার ভাই ফখর উদ্দিন কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জলমহাল সংলগ্ন ধান ক্ষেতে হত্যা করে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এ ব্যপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ চৌধুরী জানান, মসজিদের জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় ফখর উদ্দিন নামের এক যুবক নিহত হয় আহত হয় আরও ১৫ জন। জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।