খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭: চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিভিও পেট্্েরাক্যামিকেল লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত ব্যাডমিন্টন লিগ এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে শুরু হবে । বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন । উদ্বোধনী অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল আলম শামীম।
বিকালে সিজেকেএস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সিজেকেএস ব্যাডমিন্টন সম্পাদক দিদারুল আলম এসব তথ্য জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাশেম, জাহেদুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের ব্যাডমিন্টন লিগে ৫টি ইভেন্টে দল গুলো খেলবে। ইভেন্ট সমূহ হচ্ছে পুরুষ-একক, পুরুষ-দ্বৈত, মহিলা-একক, মহিরা দ্বৈত, মিশ্র দ্বৈত। এই লীগে সিজেকেএস অনুমোদিত ৩০টি ক্লাব অংশগ্রহণ করেছে। পুরুষ এককে ৩০ জন, পুরুষ দ্বৈতে ৬০ জন, মহিলা এককে ৩০ জন খেলোয়াড়ের পাশপাশি বিদেশী ২জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই দুই বিদেশীর মধ্যে কোয়ালিটি স্পোর্টসের হয়ে খেলবেন ভারতের পশ্চিম বঙ্গের তিন নম্বর র্যাংকধারী খেলোয়াড় পলহ্মব বোস। আর ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন ৭ নম্বর র্যাংকধারী আশোতোষ থিওয়ারী। লিগের মোট ৪৯টি ম্যাচের মধ্যে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে ২৯টি ম্যাচ।
এবারের লিগের বাজেট ধরা হয়েছে চার লক্ষ টাকা। যারমধ্যে স্পন্সর প্রতিষ্টান সিভিও পেট্রোক্যামিকেল দেবে তিন লক্ষ টাকা। বাকি এক লক্ষ টাকার মধ্যে ৫০ হাজার টাকা দেবে সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম । বাকি ৫০ হাজার টাকা সিজেকেএস তহবিল হতে প্রদান করা হবে। এবারের লিগের চ্যাম্পিয়ন দল ট্রফির পাশপাশি নগদ ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করবে। আর রানাসর্ আপ দল পাবে ৩০ হাজার টাকা অর্থ পুরস্কার। লিগের সেরা খেলোয়াড় পবে ১০ হাজার টাকা নগদ পুরস্কার।