Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭:  36সফরকরী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ টি-টোয়েন্টিতে লজ্জা পেতে হলো মাশরাফিদের।

এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমরা ১৫-২০ রান কম করেছিলাম। মাহমুদউল্লাহ ভালো ব্যাট করেছে। আমরা আরও স্কোর গড়তে পারতাম। আমরা শুরুতে কিছু উইকেট পেয়েছি। কিন্তু উইলিয়ামসন ভালো ব্যাট করেছে। গ্র্যান্ডহোম তাকে ভালোভাবে সাপোর্ট দিয়েছে। ব্যাটিংয়ে শেষ দশ ওভার ও বোলিংয়ে প্রথম দশ ওভার আমরা ভালো করেছি।’