নান্দনিক ও জনপ্রিয় হয়ে উঠছে রাজধানী হাতিরঝিল প্রকল্প। ঝিলেরজলে ওয়াটার ট্যাক্সি আর চারপাশে বাস চলায় বিনোদনপ্রেমীরা খুব সহজেই হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করতে পারছেন। সৌন্দর্য আরও বৃদ্ধির লক্ষ্যে নতুন করে কনভেনশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কনভেনশন সেন্টার সম্ভাব্য স্থান নির্ধারণ ও ওয়াটার টেক্সি সেবা কার্যক্রম পরিদর্শন করতে আগামীকাল বুধবার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতিরঝিলে যাবেন।
আজ মঙ্গলবার গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হাতিরঝিলে ওয়াটর টেক্সির পশ্চিম পাশের ঘাট থেকে এই কনভেনশন সেন্টারের জায়গা নির্ধারণ করবে মন্ত্রণালয়।
সংশ্লিষ্টদের মতে, পর্যটক আকর্ষণের দিক থেকে হাতিরঝিল কম নয়। রাত দিন ঝিলের চারপাশে এখন মানুষের ঢল। যারা ঢাকায় বেড়াতে আসছেন, তাদের ক্ষেত্রে হাতিরঝিলে না আসলে সবকিছুই যেন অপূর্ণ থেকে যাবে। ‘সেন্টমার্টিন কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকত নানা প্রেক্ষাপটে পর্যটকদের আকৃষ্ট করে। হাতিরঝিলও দিন দিন পর্যটকদের কাছে টানছে এতে কোন সন্দেহ নেই। এর বড় কারণ হলো ভ্রমনপিপাসুদের কাছে টানার মতো অনেক কিছুই আছে এখানে।
উল্লেখ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ৩০২ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্প। ১৬ কিলোমিটার রাস্তার চারদিকে বনশ্রী, মগবাজার, তেজগাঁও, কাওরানবাজার, নিকেতন, গুলশান, বাড্ডা এলাকার বেষ্টনীতে গড়ে উঠেছে এটি। জানা গেছে, দর্শনার্থীদের জন্য আরো আকর্ষণীয় করতে এবং তাদের সুবিধার জন্য এখানে গড়ে তোলা