Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭:  53মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় আধুনিক ডেন্টাল ক্লিনিকের মালিকের কাছে চাঁদা দাবি করেছে স্থানীয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদেরকে চাঁদা না দেওয়ায় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে প্রতিষ্ঠানের মালিককে।
ঘটনার স্থান পরিদর্শন করে জানা যায়, আধুনিক ডেন্টাল প্রতিষ্ঠানটির ভবনের মালিকদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব থাকায় দুই ভাই আব্দুস সালাম ও আ: রহিম ভাড়াটিয়াকে ভাড়া দেওয়ায় অপর ভাই আ: কাদির সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ভাড়াটিয়াকে উচ্ছেদ করার পায়তারা করে।
আধুনিক ডেন্টাল প্রতিষ্ঠানের মালিক আরটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মো: ফরিদুল হাসান ফরিদ অভিয়োগ করেন, সোমবার দুপুর ১:৩০ মিনিটের সময় পরিকল্পিতভাবে আধুনিক ডেন্টাল প্রতিষ্ঠানে আকস্মিকভাবে ঢুকে পড়ে সন্ত্রাসী আরিফ মিজি, সাহাবুদ্দিন বদু, আলমগীর গং ও মালু। তাদের দাবি তারা মিকাদিমের রংবাজ, এখানে আমাকে থাকতে হলে তাদের মতো চলতে হবে। তখন আমি বলি ঘটনাটি মিরকাদিম পৌরসভার মেয়র জানেন তো তাকে আমি জানাবো এবং আমার গার্ডিয়ানের সাথে আলাপ করে জানাবো। তার সাথে সাথে আমার কর্মচারীদেরকে ও আমাকে বকাঝকা ও লাঞ্চিত করে। তারা আমাকে বলে আজকের ভিতরে অর্থাৎ সোমাবারের মধ্যে ডেন্টাল ক্লিনিক ছেড়ে দিবি। না ছেড়ে দিলে এমপি লিটনের মতো লোক মাডার হয়েছে আপনি সাংবাদিক হন যাই হন আপনাকে পিস্তল দিয়ে সরাতে যেন না হয়, বলেন আরিফ মিঝি। এবং তার সাথে আসা কাঠমিস্ত্রি আলমগীর, সাহবুদ্দিন বদু প্রতিষ্ঠানের কর্মচারীরে সাথে এক পর্যায়ে হাতাহাতি করে। এবং ভিতরে গিয়ে লুটপাট করার চেষ্টা করে এবং চাদা দাবি করে। দোকানে লাগানো তালার উপর তালা ঝুলিয়ে দেয় তারা।
তারপর আগামী দুদিনের মধ্যে যদি ক্লিনিক ছেড়ে না যাওয়া হয় অথবা চাঁদা না দেওয়া হয় তাহলে তারা আমাকে প্রাণ নাশের হুমকিও দেয়। সাথে সাথে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম ও সদর থানার ওসি ইউনুস আলীর সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করেন হাতিমারা পুলিশ ফাড়ি ইনচার্জ, ঘটনার সত্যতা প্রমাণ করে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেওয়া সন্ত্রাসী বদুকে বার বার বলার পরও ঐ প্রতিষ্ঠানটির তালা খুলতে পারেনি পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি চ্যানেল আইকে জানান, কোন ভাড়াটিয়া অবৈধ ও বৈধভাবে থাকলে উচ্ছেদ মামলা দিয়ে ম্যাজিস্টেড দিয়ে উচ্ছেদ করতে হবে এবং যে কেউ বললেই তালা ঝুলাতে পারবে না। এটা দন্ডনীয় অপরাধ।