খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: ভাসমান পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে সাতক্ষীরা ও পিরোজপুরে। কৃষকরা বলছেন লাভজনক হওয়ায় এ পদ্ধতির চাষে ঝুঁকছেন অনেকেই।
পানিতে ভাসমান এ সবজি চাষ নজর কাড়ছে সবার। কেবল জমিতে নয় পানিতেও যে লাভজনক চাষ হতে পারে তা দেখিয়েছেন সাতক্ষীরা ও পিরোজপুরের কৃষকরা।
বছরের ৬ মাসই জলাবদ্ধ থাকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সাতটি গ্রাম। নতুন চাষ পদ্ধতিতে জলাবদ্ধ জমি চাষ উপযোগী করে তুলেছেন এসব গ্রামের কৃষকরা। কচুরিপানা দিয়ে ৩০ মিটার লম্বা ও তিন মিটার আড় বেড তৈরি করে চাষ করছেন বিভিন্ন জাতের সবজি। একই জায়গায় চাষ হচ্ছে মাছও।
লাভজনক এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন বিভিন্ন জেলার কৃষক।
পিরোজপুরের নাজিরপুর, নেছারাবাদ ও সদর উপজেলায় আছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। জলাভূমিতে কচুরিপানা, শ্যাওলা স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয় ভাসমান বীজতলা।
ভাসমান পদ্ধতির চাষে সফলতার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা পিরোজপুরকে ‘কৃষি ঐতিহ্য অঞ্চল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তথ্যসূত্র : ইন্ডিপেন্ডেন্ট টিভি