খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় হবে। সরকারি উদ্যোগের পাশপাশি বেসরকারি উদ্যেগেও করা হবে।
বুধবার (০৪ জানুয়ারি) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠি দরকার। শিক্ষিত জনগোষ্ঠি ছাড়া কোনো দেশ দারিদ্রমুক্ত হতে পারে না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় হবে। কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে।
তিনি আরও বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে পদক্ষেপ নিই এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য ছিলো।
তিনি বলেন, এলাকা ধরে ধরে নিরক্ষতা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম আমরা।
এর আগে গবেষণার জন্য ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ও মেয়েদের জন্য অত্যাধুনিক শেখ হাসিনা হলের বাজেট ২০১৫ সালের একনেকে পাস করা হয়েছিল। রিসার্চ ইনস্টিটিউটের জন্য ৫১ কোটি ২৩ লাখ ও মেয়েদের হলের জন্য ২৬ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ স্থাপনা দু’টির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।