খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনে র্যালি, আলোচনাসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরবর্তীতে মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এড. মৃণালকান্তির রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের জেলা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, সহ-সভাপতি শাহাদাত হোসেন, আই.এইচ শান্তনূর, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.আর শাহরিয়ার হাবীব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সুরুজ মিয়া, সহ-সভাপতি শাহ আলম মোল্লা, সুমন বেপারী, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো: সজীব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার, সরকারী হরগঙ্গা কলেজ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান রাফি, মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো: নছিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন সাগর, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: কামরুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক মো: সোলায়মান, টঙ্গীবাড়ি উপজেলা সভাপতি মো: মাসুম মোল্লা, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ছাড়াও ছাত্রলীগ, আওয়ামীলীগ, যুবলীগসহ সকল অ্গংসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রীতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।