খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭:েে চা-বিরতির আগে শেষ ওভার। অলক কাপালী তখন অপরাজিত ১৮৬ রানে। সেই ওভারে দুই ছক্কায় ১৪ রান নিয়ে ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক পেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৭ উইকেটে ৫৫৫ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করল সিলেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে বুধবার ৪ উইকেটে ৩০৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সিলেট। ১৯তম শতকটি তুলে নেওয়ার পথে বেশ সাবধানী ছিলেন অধিনায়ক।
তিন অঙ্ক ছুঁতে কাপালী খেলেন ২০৪ বল। ৭টি চার ও দুটি ছক্কা। এরপরই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন এই ডানহাতি ব্যাটসম্যান। খুনে মেজাজে ব্যাট করে ৬২ বলে তুলে নেন পরের শতকটি।
২৬৬ বলে আসে কাপালীর দ্বি-শতক। এই সময়ে ১২টি চারের সঙ্গে ১০টি ছক্কা হাঁকান তিনি।
২০১৪-১৫ মৌসুমে দুটি দ্বি-শতক পেয়েছিলেন কাপালী। ফতুল্লায় চট্টগ্রামের বিপক্ষেই ৩৪০ বলে পাওয়া প্রথম দ্বিশতককে ২১১ পর্যন্ত নিয়ে যান তিনি। কদিন পরেই বাংলাদেশ ক্রিকেট লিগে উত্তরাঞ্চলের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলেন ক্যারিয়ার সেরা ২২৮ রানের ইনিংস। পূর্বাঞ্চলের হয়ে সেবার দ্বিশতক স্পর্শ করেছিলেন ৩৬২ বলে।
জাকের আলি ৭৮ ও শাহানুর রহমান ৪৫ রানের দুটি ভালো ইনিংস খেলে ফিরেন।
অভিষেকে রান দেওয়ার প্রায় দ্বিশতক করে ফেলেছিলেন নাঈম হাসান। এই তরুণ ৪৩ ওভারে ১৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। রান দেওয়ার শতক করেন কাজী কামরুল ইসলাম (১/১১৫) ও ইফতেখার সাজ্জাদও (৩/১০৫)।