Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭:েে 50মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন অনিন্দ সুন্দর সৌধ তাজমহল। এই সৌধের নির্মাণ কাজ ১৬৩২ সালে শুরু হয়ে শেষ হয় ১৬৫৩ সালে। এর নির্মাণশৈলীতে সম্মিলন ঘটানো হয়েছে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্প। ১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয় তাজমহল। এখনো সারা বিশ্বের মানুষের কাছে এক বিস্ময়ের নাম তাজমহল।

আসল তাজমহল নির্মাণ করতে ২১ বছর লেগে গেলেও মাত্র তিন মাসে তাজমহল তৈরি করে আলোচনার জন্ম দিয়েছেন আটবার্ট প্যাসকেল নামের এক ফরাসী নাগরিক। ২০১৪ সালের ডিসেম্বর থেকে জেলে রয়েছেন আলবার্ট। জেলে থাকার সময় অন্য দুই কয়েদির সাথে ভালো সম্পর্কের ভিত্তিতে নিজের মনের ইচ্ছার কথা বোঝাতে সমর্থ হন আলবার্ট। এরপর জেলারদের সহায়তায় ৩০ হাজার ম্যাচ কাঠি এবং দুই কেজি ফেভিকল পায় আলবার্ট। আর এই ম্যাচকাঠি দিয়েই তৈরি করে ফেলেন তাজহলের এক প্রতিলিপি। ফ্রান্সে থাকা স্ত্রীর কাছে নতুন বছরের উপহার হিসেবে তাজমহলটি পাঠিয়েছেন আলবার্ট।