Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: 76রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে গুলশান-১ এ আগুনে ক্ষতিগ্রস্ত ডিসিসি মার্কেট পরিদর্শনের সময় তিনি ব্যবসায়ীদের এ আশ্বাস দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখানে আসার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ‘এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে।’ কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন, ‘এটা ষড়যন্ত্র।’ এটা বৈদ্যুতিক গোলযোগ না ষড়যন্ত্র, তা তদন্তের আগে বলা মুশকিল। আমরা এ বিষয়ে পুরোপুরি কথা বলবো তদন্তের পর।’
ব্যবসায়ীদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আজ (বুধবার) প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাহী কমিটির মিটিং রয়েছে। এখানকার সব বিষয়েই তিনি অবগত আছেন। তারপরও আমরা আপনাদের কথাগুলো তার কাছে পৌঁছে দেবো।’
এ সময় তিনি মেয়রকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মেয়র জনবান্ধব। তিনি আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আপনারা তার ওপর আস্থা রাখুন। যদি প্রত্যাশা পূরণ না হয়, তাহলে আপনারা আমাকে এ বিষয়ে বলতে পারবেন।’