Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: 82সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক। তবে আগের দিনের তুলনায় লেনদেন কম হয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৫৭ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এক হাজার ২০৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ০৮ শতাংশ কম।
এ বাজারে লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৪৭ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১২ দশমিক ৮৩ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।