Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭:  দিনাজপুরের বিরলে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামালীগ বিরল উপজেলা শাখার আয়োজনে, আ’লীগের সভাপতি আব্দুল লতিফ এর নেতৃত্বে ৫ জানুয়ারী গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শেষ হয়।

র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ, আ’লীগের উপদেষ্টা ইদ্রিস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, সকল চেয়ারম্যান দ্বয়ের পক্ষে ফারুক আজম, সাংগঠনিক সম্পাদক আল্লামা ইকবাল লাবু, মহিলালীগের সহ-সভাপতি ওয়াহেদা বেগম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

আলোচনা সভাটি পরিচালনা করেন, আ’লীগের যুগ্ম সম্পাদক রমাকান্ত রায়।