Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭:  কুমিল্লা লাকসাম পৌরশহরে আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারী ভাবে গড়ে উঠা লাকসাম ডায়গনষ্টিক সেন্টার ও হসপিটালের ৯ বছর বর্ষ পূর্তি উপলক্ষে বনার্ঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

আজ দিনব্যাপী উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ চিকিৎসা সেবার মধ্যে দিয়ে বনার্ঢ আয়োজনে পার করেছে ৯ বছর বর্ষ পূর্তি দিবসটি। নানা রকম চিকিৎসা সংক্রান্ত লিফলেট ও বেলুন দিয়ে নতুন সাজে সাজিয়েছে ওই প্রতিষ্ঠান। এ অঞ্চলে চিকিৎসা সেবায় মাইলফলক অতিক্রম করে ওইদিনে রোগী-স্বজন, পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীদের কোলাহলে অনুষ্ঠানটি যেন অন্যরকম আমেজ পরিলক্ষিত হয়েছে। অনুষ্ঠানস্থলে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান, শিক্ষাবিদ ডক্টর আলহাজ্ব সরওয়ার উদ্দিন সিদ্দীকি এসে পৌঁছলে ফুলে ফুলে সিক্ত এবং ফুলেল শুভেচ্ছা জানায় উপস্থিত লোকজন।

এসময় ওই প্রতিষ্ঠানে দায়িত্বরত চিকিৎসকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থপেডিকস চিকিৎসক ডাঃ কার্তিক চন্দ্র সূত্রধর, গাইনী চিকিৎসক তানিয়া আক্তার লাভলী, মঞ্জুরুল আলম মজুমদার, মাছুম বিল্লাহ মজুমদার, মোঃ মোতালেব মিয়াজী, মোখলেছুর রহমান ও সাইফুল ইসলাম খোকন প্রমুখ। উল্লেখ্য বিগত ৯ বছর যাবত ওই প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা ছিলো এ অঞ্চলের সাধারন মানুষের জন্য আবেগ। সু-শিক্ষিত, অভিজ্ঞ ডাক্তার-নার্স ও পরিচ্ছন্ন চিকিৎসা সেবায় কোন জুড়ি ছিলো না ওই প্রতিষ্ঠানটির। সাধারন মানুষের একমাত্র স্বল্প ব্যায়ে চিকিৎসাস্থল এ বেসরকারী প্রতিষ্ঠানটির ৯ বছর পূর্তিতে সেবার মান আরো বাড়াতে কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান অনুষ্ঠানে উপস্থিত রোগীর স্বজনরা।