Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: বাজারে চালু হলো পাঁচ টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু করা হয়। হালকা বেগুনি আভার এই নোটটি বাজারে বর্তমান পাঁচ টাকার ব্যাংক নোট ও সরকারি নোটের সঙ্গেই বিনিময় যোগ্য হবে।
বৃহস্পতিবার সকাল থেকে দেশের বাজারে অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদের সই করা নতুন এ নোটটি চালু হয়।
নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।
নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের ওপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পেছনের অংশে ডানদিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে।
নোটটির আকার, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত থাকা নোটের মতোই। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।
উল্লেখ্য, ২০১৬ সালের জুন মাসে অর্থসচিবের সই করা পাঁচ টাকার নোট বাজারে আসার আগে এটি ব্যাংক নোট হিসেবে ছিল। তার আগে ২০১৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে সম্মতি দেন। এর পরই অর্থসচিব মাহবুব আহমেদের সই করা নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার।
নতুন এ নোটটি সরকারি নোট হয়ে যাওয়ায় ‘বাংলাদেশ ব্যাংক’ এবং ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে’ এই কথাগুলো লেখা নেই। শুধু লেখা রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’।