Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: ভারতীয় ক্রিকেটার ধোনির ওয়েব সাইট হ্যাক করে আলোচনায় আসা হিরো আলমের ছবি ঝুলিয়ে রেখেছে বাংলাদেশি একদল হ্যাকাররা। সাইবার-৭১ নামের ওই হ্যাকার গ্রুপের পক্ষ থেকে বলা হচ্ছে, কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের একটি ওয়েব সাইট হ্যাক করে সানি লিওনের ছবি দেয়ার প্রতিবাদে তাদের এই কাজ।
হিরো আলমকে ওই ওয়েব সাইটে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এছাড়া ধোনির ওয়েবসাইটের ‘ক্রিকেট’ ট্যাবে তার ক্রিকেট জীবনের ইতিহাস মুছে নিজেদের পরিচয় জুড়ে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। তারা লিখেছে, “ডব ধৎব ঈণইঊজ ৭১, ডব ফড়হঃ ভড়ৎমরাব.. ডব ফড়হঃ ঋড়ৎমবঃ”।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের প্রেস ইনফর্ম সাইটটি হ্যাক করে সানি লিয়নের ছবি জুড়ে দেয়া হয়। সাইটটি ঠিক করার সময় আইপিতে ভারতীয় ইউজার পাওয়া যায় বলে দাবি করছে সাইবার-৭১।