Fri. Aug 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭:  63পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় এখনো মোটিভ উদ্ধার হয়নি। তিনি বলেন, ‘তদন্ত চলছে সবকিছু পরে জানানো হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে কাবাডি ফেডারেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদিকদের এসব কথা বলেন শহীদুল হক।
আওয়ামী লীগ নেতা লিটন ছিলেন গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য। গত ৩১ ডিসেম্বর তিনি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
এ কে এম শহীদুল হক বলেন, ‘যত তথ্য পাই সবই বিবেচনায় আনা হয়, গণমাধ্যমে আসে, বিভিন্ন ব্যক্তি বলে সব মাথায় রেখে আমাদের কৌশলে নিরপেক্ষভাবে পেশাদারত্ব নিয়ে আমরা কাজ করছি।’
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিন মোটরসাইকেল আরোহী আকস্মিকভাবে বামনডাঙ্গার মাস্টারপাড়ায় এমপি লিটনের নিজ বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আনুমানিক সাড়ে ৭টার দিকে এমপি লিটনের মৃত্যু হয়।

অন্যরকম