Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭:  76ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হামলার সন্দেহভাজন মূলহোতা হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে ২২ নম্বর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন।
গৌরমন্দির হামলার ঘটনায় নাসিরনগর থানায় রুজু হওয়া ২২ নম্বর মামলার বাদী গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নির্মল চৌধুরী। এই মামলার সব আসামি অজ্ঞাত।
আটকের পর এই মামলার আসামি ট্রাক ড্রাইভার নুরুল ইসলামসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে জানায়, হরিপুর ইউনিয়ন থেকে কয়েক ট্রাক মানুষ নাসিরনগরে পাঠানো হয়। এরমধ্যে চেয়ারম্যান আতিক কয়েকটি ট্রাকের ব্যবস্থা ও অর্থের যোগান দিয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে ভাটারা থানা পুলিশের সহায়তায় আতিককে গ্রেফতার করা হয়েছে।
গত ৩০শে অক্টোবর ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা চালায় একদল লোক। এর কয়েকদিন পর আবার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশি প্রতিবেদনে এ হামলা ও ভাংচুরের ঘটনায় আতিকের সম্পৃক্ততা পাওয়া যায়।