খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভরশীল না হয়ে আইন কাঠামোয় ব্যবস্থা নিতে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার বিকালে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে এ পরামর্শ দেয়া হয়েছে দলটির পক্ষ থেকে। সংলাপ শেষে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, আমরা মনে করি যে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর নির্ভারশীল না হয়ে, গোটা প্রক্রিয়াটিকে একটি আইনগত কাঠামোর আওতায় নিয়ে আসা উচিত। এজন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ ধারার নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিত। এ ক্ষেত্রে আমরা একটি সিলেকশন কমিটি গঠনের পদ্ধতি নির্ধারণের সুপারিশ করেছি। তিনি বলেন, সিপিবি নতুন ইসি গঠনের বিষয়ে প্রেসিডেন্টকে সাতটি সুপারিশ করছে। এছাড়া নির্বাচনকালীন সরকার গঠন বিষয়ে ১টি এবং নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে ১৫টি সুপারিশ করেছে।
প্রেসিডেন্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ফলে নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব পাওয়া যাচ্ছে যা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে।
আলোচনাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।