খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: পিরোজপুর প্রতিনিধিঃ ৫ই জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিল সোনালী ব্যাংকের সাম্মনে আসলেপুলিশ বাধা দিয়ে।বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবার নেতা কর্মীরা একত্রীত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সোনালী ব্যাংকের সাম্মনে।
সংক্ষিপ্ত ব্যক্তবে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আওয়ামীলীগ প্রশাসনকে ব্যবহার করে নেতা কর্মীদের গ্রেফতার করে, অফিসে তালাদিয়ে আমাদের চলমান আন্দোলন ঠেকাতে পারবেনা। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। কতো জনকে আর আপনারা গ্রেফতার করবেন।
এই কর্তৃত্ববাদী সরকার ২০১৪ সালের ৫ই জানুয়ারী দেশের জনগনের ভোটাধীকার হরন করে নির্বাচনের প্রহসনের নাকট মঞ্চস্ত করে গনতন্ত্র হত্যা করেছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারী ১৫৩জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছিল যা সংসদীয় গনতন্ত্রের ইতিহাসে কোন নজির নেই।
এ অবস্থা থেকে জাতিকে উদ্ধারের জন্য নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সকল দলের অংশগ্রহনে সকলের নিকট একটি গ্রহনযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, যুগ্ন সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, যুগ্ন সাধারন সম্পাদক মির্জা জহিরুল হক, দপ্তর সম্পাদক তোহিদুল করিম, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, ইসরাইল শেখ, জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, যুবদল নেতা শরিফ মনি, তৌহিদুল ইসলাম, শেখ মাসুদ প্রমুখ।
মিছিলটি শুরু হওয়ার আগেই জেলা বিএনপি অফিস পুলিশ অবরুদ্দ করে নেতাকর্মীদের বের করে দিয়ে অফিসটিতে তালা ঝুলিয়ে দেয় পুলিশ ।