খোলা বাজার২৪, শুক্রবার, ৬ জানুয়ারি ২০১৭: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়।
যমুনা টিভির খবরে নিহত দু’জনের পরিচয় বলা হয়েছে। এদের একজন ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অপারেশন কমান্ডার’ নুরুল ইসলাম ওরফে মারজান। অন্যজন সাদ্দাম।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থানা পুলিশ রাত পৌনে ৪টার দিকে দুটি লাশ ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
তারা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে জানালেও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।